এমসি ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণ মামলার বিচার শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানসহ আট আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সাথে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করে দেন। রোববার (১৭ জানুয়ারি) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেন। সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেন বলেন, মোট ৫২ জনকে সাক্ষি করা হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয় বলেও যোগ করেন তিনি। সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি হলেন- সাইফুরRead More