নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী!

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালোবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। এ কথা জানতে পারার পরও চটেননি তার স্বামী। বরং স্ত্রী এবং তার প্রেমিকের পুনর্মিলন করিয়ে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়েও দিলেন ওই যুবক।
ঘটনাটি ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার। শুক্রবার (৭ জুলাই) এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের।
বিহারের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা গেছে, একটি শিবমন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী। তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গেছে ওই নারীকে।
জানা গেছে, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ওই নারী। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী। সেদিন ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন তাদের পরিবারের সদস্যরা। তার পর মহিলার প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে দুজনকে আটকে রাখা হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাদের।
পরে বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারেন ওই নারীর স্বামী। তার পরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই নারীর প্রেমিকও বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।
Related News

রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বিয়ের পাত্র খুঁজছেন মার্কিন তরুণী!
বৈশাখী নিউজ ডেস্ক: ডেটিং অ্যাপে খুঁজতে খুঁজতে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছেন। কোনোভাবেই মনের মানুষ পাচ্ছেন না,Read More

নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী!
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালোবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিলRead More
Comments are Closed