ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করার পর দেশে ফিরেছেন ৬ জন বাংলাদেশী নাগরিক। বুধবার (৩ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে তারা দেশে প্রবেশ করেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিজিবি সূত্র জানা যায়, বিজিবি-বিএসএফের সমন্বয়ের মাধ্যমে আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। তাদের বাংলাদেশে প্রবেশের পূর্বে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ৬ নাগরিকের শরীরেRead More