Main Menu

তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রামে ফুটেছে রাজসিক ফুল টিউলিপ, দেখতে দর্শনার্থীদের ভিড়

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অসাধারণ ও সুশোভিত ফুল টিউলিপ। বিদেশি এ ফুল একনজর দেখতে বাগানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।চার বছর ধরে তেঁতুলিয়ায় বিদেশি এ ফুল এ এলাকায় পর্যটকদের নজর কেড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় ফুটেছে রাজসিক ভিনদেশি বাহারী রংয়ের টিউলিপ।

টিউলিপের চারা জেলার সীমান্ত ঘেঁষাগ্রাম দর্জিপাড়ায় রোপণ করা হয়। ২০-২২ দিনের মধ্যে চারা গজিয়ে কয়েক সারিতে ফুল ছড়িয়ে সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ। প্রতি বছরের ন্যায় এ বছরও ৯টি প্রজাতির বাহারি টিউলিপ ফুল চাষ হয় তেঁতুলিয়া সদর ইউ’পির দর্জিপাড়া গ্রামে। মশারি নেট দিয়ে মুড়ানো একখন্ড জমিতে বাগানে সারি সারি লাইনে সবুজ পাতার মাঝে টিউলিপ ফুলের কলি বের হচ্ছে।

স্থানীয়বাসী আব্দুর রাজ্জাক জানান, টিউলিপ ফুল দেখতে প্রচুর পর্যটকের সমাগম শুরু হয়েছে। প্রতি বছরের ন্যয় এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও হাসিতে পর্যটকদের মনে দোলা দিবে।

রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আসা পর্যটকরা তেঁতুলিয়া পিকনিকে এসে বলেন,যখনই শুনেছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের চাষ হচ্ছে। তখন থেকেই টিউলিপ দেখার ইচ্ছা ছিল। বাগানে এসে ভিনদেশি টিউলিপ দেখে খুব ভাল লাগছে। আমরা টিউলিপ দেখতে ছুটে এসেছি ,এখানে এসে সত্যিই খুব মুগ্ধ হয়েছি। এমন সৌন্দর্য্য মুগ্ধতার কথা জানান বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা।

ফুলের বাণিজ্যিক চাষাবাদ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।

জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র উদ্যোগে দর্জিপাড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে টিউলিপ চাষ করা হচ্ছে।

পঞ্চগড় অঞ্চলের আবহাওয়া টিউলিপ চাষের উপযোগী হওয়ায় তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রামে ৯ প্রজাতির বিদেশি টিউলিপ ফুলের চাষ হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed