শান্তিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জমির হোসেন (৩০), আলী নূর (২৬)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।
Related News

দিরাইয়ে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় অটোরিকশায় তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টা হয়েছে।Read More

ছাতকে সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস (৫০)কে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারRead More
Comments are Closed