Main Menu

বালাগঞ্জে গেইট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জের একটি বাড়ির গেইট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলকাছ আলীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা বারান্দার গেইট ও ঘরের তালা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ ও সিলেট দক্ষিণের ডিবি পুলিশের একটি টিম।

গৃহকর্তা আলকাছ আলীর স্ত্রী রোকেয়া বেগম জানান ১০-১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত প্রথমে বারান্দার গেইট পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রেরমুখে আমার ছেলেকে ও পরিবারের অন্য সকল সদস্যকে জিম্মি করে বেঁধে স্টীলের আলমারী ও কাঠের ওয়ারড্রপের তালা ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ, জানান তদন্ত পূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed