Main Menu

সিলেটের দুই ল্যাবে ৮৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৩৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫৫ জন শনাক্ত হন।

ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে আজ ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৪টি নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৬ জন, কানাইঘাটের ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ৪ জন, ফেঞ্চুগঞ্জ ৪ জন, কোম্পানিগঞ্জের ২ জন এবং ৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ১ জন চিকিৎসক ও ৫ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।

এদিকে, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক।

তিনি জানান, নমুনা পরীক্ষায় ৫৫ জনের মধ্যে করোনার অস্তিত্ব মিলেছে। তন্মধ্যে ৩০ জন সিলেটের, ২৫ জন সুনামগঞ্জের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫০ জন।

Share





Related News

Comments are Closed