Main Menu

সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস সার্ভিস

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ রুটে যাতায়াত এখন আরও আরামদায়ক ও আধুনিক হতে চলেছে। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক এসি বাস সার্ভিস। সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থীসহ প্রতিদিনের যাত্রীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

প্রাথমিকভাবে চারটি এসি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যেগুলো চলবে হবিগঞ্জ-সিলেট বাইপাস এবং হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

Manual1 Ad Code

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, ‘গত এক বছর ধরে আমরা যাত্রীদের অভিযোগ, চাহিদা ও বাস্তবতা পর্যবেক্ষণ করেছি। তাদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিসির সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণ হবে।’

Manual6 Ad Code

প্রতিদিন এই রুটে প্রায় ৮ হাজার যাত্রী চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভুগেছেন হয়রানি ও মানহীন সেবার কারণে। নতুন এসি বাস সার্ভিসে যাত্রী সেবার মান উন্নত হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে সকালে হবিগঞ্জ থেকে এবং বিকেলে সিলেট থেকে বাস ছাড়ার সময়সূচি নির্ধারণ করা হবে যাতে কর্মজীবী ও শিক্ষার্থীরা উপকৃত হন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code