Main Menu

কোম্পানীগঞ্জে ইয়াবা ও মদসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোম্পানীগঞ্জ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ১৫৬ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলেন- আপ্তাব আলী (৬৫) ও তার স্ত্রী আঙ্গুরা বেগম (৪৮)।

মঙ্গলবার ( ১৪ মে) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে মাদক ব্যবসায়ী আপ্তাব আলীর বসতবাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

তল্লাশি চালিয়ে আঙ্গুরা বেগমের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আপ্তাব আলীর কাছ থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed