অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাদের আটক করে বিজিবি-৪২ ব্যাটালিয়নের সদস্যরা।
আটকরা হলেন-দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৩৫); একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫) সাদিপ চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও সন্তান রবিজিৎ (৪); মঙ্গল সরেনের ছেলে মিলন সরেন (২৮); মিলন চন্দ্রের (৩৭) স্ত্রী পারভীন ও তার শিশু কন্যা মিনাশ্রী মন্দিরা (১); ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায়ের ছেলে রুবেল চন্দ্র রায় (২০); কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায়ের ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪); একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পার্থ চন্দ্র রায় (২৮); তরকন্দা গ্রামের শশি রায়ের ছেলে খোকন রায় (২৬); নীলফামারী জেলার সৈয়দপুরের লক্ষণপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৭); রতন চন্দ্র রায়ের ছেলে কাজল রায় (২৫); শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১)।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, আটকরা নীলফামারী ও দিনাজপুর জেলার বাসিন্দা। বিজিবির কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন ভান্ডারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোপরা গ্রামে সীমান্তের মেইন পিলার নম্বর ৩৩১ এর সাব পিলার ৩ এস এর পাশ দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। এসময় ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ ১৬ জনকে আটক করা হয়।
আইনি ব্যবস্থার জন্য আটকদের বিরল থানায় তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
Related News
ডোমারে অর্থ আত্মসাতের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মাসাতের অভিযোগ এনেRead More
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরওRead More
Comments are Closed