Main Menu

বৃষ্টির প্রার্থনায় ডোমারে ইস্তিস্কার নামাজ আদায়

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শব্দিগঞ্জ ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

স্থানীয়রা জানান, নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

এসময় নামাজে ছয় শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন। নামাজে ইমামতি করেন মোহতামিম বালাপাড়া কওমি মাদ্রাসার পঞ্চগড়ের ইমাম হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম। তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এসময় নামাজে অংশ নেন শব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামানিক, সহ-সম্পাদক কারিকুল ইসলাম মিলাল, ঈমাম গাজী মোতালেব, জিকরুল ইসলাম প্রমুখ ।

Share





Related News

Comments are Closed