রাজনগরে দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু আহমদ (২০), শাহেল আহমদ (২২), ফাহিম ওরফে নাইম আহমদ (২০)। এরমধ্যে রাজু ও শাহেল ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর নাইমের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে যাওয়ার পথে অপর অটোরিকশা চালক কুদ্দুস মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) মারা যান।
আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস সালেক।
Related News
কমলগঞ্জে বিএনপির বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধীRead More
কমলগঞ্জের শমশেরনগরে আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): “নিজের দেহ-মন সুস্থ্য রাখার জন্য দৌড়” এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলারRead More
Comments are Closed