Main Menu

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মারুফ আহমেদের (১৯) মৃতদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

নিহত মো. মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্টোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মো. মারুফ আহমদসহ তিন বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। এ সময় মো. মাসুম নামের একজন কোনো রকম চেষ্টা করে কূলে উঠে আসলেও অপর দুইজন ভেসে যেতে থাকে।

পরে স্থানীয় লাইফগার্ড কর্মীরা জেটস্কির (ওয়াটার বাইক) সহায়তায় মো. শাওন হোসেন নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। কিন্ত নিখোঁজ থাকেন মো. মারুফ আহমদ নামের এক শিক্ষার্থী। পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় লাইফ গার্ডকর্মী, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, বুধবার দুপুরে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভেসে থাকার তথ্য জানায় স্থানীয় জেলেরা। এ খবরে লাইফগার্ড কর্মীরা জেটস্কির সহায়তায় নিখোঁজ থাকা পর্যটক মারুফ আহমদের মৃতদেহটি উদ্ধার করে।

পরে মৃতদেহটি ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed