নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘কিছুদিন পর পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ আসে। ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর লালন পালন শুরু শুরু হয়। দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায় দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটি অন্তত লজ্জার বিষয়। এটি সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের জন্যেও লজ্জার বিষয়। সংখ্যালঘুদেরকে প্রতিষ্ঠান দেওয়ার দায়িত্বের কথা ইসলাম ধর্মেও বলা হয়েছে। আমাদের ধর্মকে যে ভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি আমাদের ভাবমূর্তি বিদেশে নষ্ট করছে এবং ধর্মের ক্ষতি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের শিক্ষক সমাজ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী কারো কথা’ই তাদের কর্ণকুহরে প্রবেশ করছে না। সামনে যারা থাকে তারা ধর্মান্ধ। তাদেরকে পেছন থেকে কারা উষ্কে দেয় সেটা বের করতে হবে। বুদ্ধিজীবী সমাজ, সিভিল সোসাইটি এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে আরো বেশি তৎপর হতে হবে।’
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা আক্তার বলেন, ‘বাঙালী জাতীয়তা-বোধের তীব্র উন্মেষ হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। বাঙালী জাতীয়তা-বোধের কারনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ শ্রেনীভেদ থাকলেও আমরা সকলে একটি কাতারে সমবেত হয়ে একাত্তরের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। একাত্তরের পরে একটি সেক্যুলার রাষ্ট্র নির্মিত হয়েছিল। যে রাষ্ট্রের মূলনীতি ছিলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং একটি সামঞ্জস্য সমাজব্যবস্থা। এখন স্বাধীনতার ৫০ বছরে এসেও দেখছি সাম্প্রদায়িকতার বিষবাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সে বাষ্প আমাদের চোখকে অন্ধ করে দিচ্ছে। বাঙালী জাতীয়তা-বোধের প্রেরণায় হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আমরা সবাই মিলে একটি বাঙালী পরিবার। এই সাম্প্রদায়িক ঐক্যকে যারা ধ্বংস করে যারা তারাই এই দেশকে নিশ্চিহ্ন করতে চায়।
Related News

জাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অমর্ত্য, সম্পাদক ঋদ্ধ
জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতিRead More

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজত
বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দি আলেমদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণাRead More
Comments are Closed