Main Menu

লালাখাল চা বাগানে চা শ্রমিক ঐক্য’র শাখা কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিক ঐক্য লালাখাল চা বাগান শাখার উদ্যোগে রোববার (৮ জুন) বিকাল ৩টায় এক কর্মিসভার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট বাগান কমিটি গঠিত হয়।

বাগান শাখার সদস্য সুহেল বুর্নাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য এর উপদেষ্টা সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়, সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী, বিজেন গোয়ালা, রাকেশ বুর্নাজী, শংকর গোয়ালা প্রমুখ।

কর্মিসভায় বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা বাংলাদেশের নিপীড়িত ও অধিকার বঞ্চিত এক জনগোষ্ঠী। সরকার ও মালিকদের নিপীড়ন ও বঞ্চনার কারণে চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমান ভয়াবহ উচ্চমূল্যের বাজারে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭৮.৫টাকা। যেখানে দৈনিক ৬শ টাকা মজুরির না হলে দু’বেলা দুমুঠো খেয়ে বাচা অসম্ভব। শিক্ষা, চিকিৎসা, ভূমিসহ প্রায় সকল মৌল-মানবিক অধিকার থেকে চা শ্রমিকরা বঞ্চিত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্য বদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।’

কর্মী সভা থেকে আগামী ১৮ জুলাই’২৫ সিলেটের চৌহাট্টাস্থ শহীদ সুলেমান হলে ১১দফা দাবিতে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট চা শ্রমিক ঐক্য, লালাখাল চা বাগান শাখা কমিটি গঠিত হয়।

কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি সুহেল বুর্নাজী, সাধারণ সম্পাদক তৃষ্ণ বাড়াইক, সদস্য : বিষ্ণু জানি, তপন জানি, জীবন রিকিয়াসন, অজয় বুনার্জী ও কর্মেশ্বর চাষা। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed