ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌরভ ও দেবু। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশীদ।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেনRead More

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮)Read More
Comments are Closed