Main Menu

৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ট্রেইল রান শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নানা প্রান্ত থেকে আসা ৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাতটায় শুরু হতে যাচ্ছে ট্রেইল রান।

সিলেটের সবুজের চাদরে ঢাকা মালনীছড়া চা বাগানের আঁকাবাঁকা পথ আর টিলায় ১০ কি.মি ট্রেইল রান করবেন দৌড়বিদরা।

আর প্রথমবারের মতো সিলেট শহরে এই ট্রেইল রানের আয়োজন করেছে সিলেট রানার্স কমিউনিটি।

রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ জানান, বিগত কয়েক বছর রানার্স কমিউনিটি বেশ কয়েকটি হাফ ম্যারাথন আয়োজন করে আসছে। এইবার প্রথমবারের মতো আমরা ব্যাতিক্রম একটি রান আয়োজন করেছি, দৌড়বিদরা সিলেটের মালনীছড়া চা বাগানের ট্রেইলে দৌড়াবেন। আশা করি এটা অন্যরকম অনুভূতি দিবে। ১০ কি.মি দৌড় শেষে বিজয়ীদের হাতে অর্থ এবং ক্রেস্ট পুরস্কার দেয়া হবে।

আমরা সকলে সহযোগিতা কামনা করছি।

Share





Related News

Comments are Closed