মাধবপুর বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর পুরাতন গরু বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বুধবার (৮ মে) রাত প্রায় দশটার দিকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেহান শেখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গেদু মিয়ার মেশিনারিস দোকান, চা ষ্টল, গরুর কসাইখানা, উসমান মিয়ার দোকানসহ ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনি জনতা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মনোতোষ মল্লিক জানান, অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে চুড়ান্ত ভাবে কম বেশি হতে পারে।
বাজারের কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম বলেন, পুকুরের চতুর দিকে দোকান-পাট থাকায় আগুন নিভানোর জন্য পানির ব্যবস্থা করতে কষ্ট হয়েছে।
Related News
ভাবির সঙ্গে ঝগড়ার জেরে ভাতিজিকে হত্যা করলো ফুফু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুকুর থেকে চার মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহRead More
হবিগঞ্জে ডাবল হত্যা মামলার আসামী আ.লীগ নেতা শুভ্র গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মোস্তাক ও রিপন শীল হত্যা মামলার আসামীRead More
Comments are Closed