Main Menu

গোলাপগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে আছকির আলী (৭০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আছকির আলী গোলাপগঞ্জ উত্তর বাজার এলাকার ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের সদস্যরা বলছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন আছকির আলী। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে আশেপাশে উপস্থিত জনতা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

 

Share





Related News

Comments are Closed