ছুটি শেষে ঢাকায় ফিরেছেন পিটার হাস
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে সস্ত্রীক ঢাকায় ফিরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
গত ১৬ নভেম্বর হঠাৎ করেই স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।
যদিও ওই দিনই বিষয়টি সঠিক নয় দাবি করে দূতাবাস সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।
Related News
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধু আবু সাঈদকে (২৩) গলা কেটেRead More
সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব।Read More
Comments are Closed