মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে কর্মসূচী বাস্তবায়নে দক্ষিণ সুরমায় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্র ঘোষিত মানববন্ধন, স্মারকলিপি পেশ, কর্মবিরতি ও ২০ শে মার্চ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচী সফলের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ বৃহস্পতিবার দক্ষিণ সুরমার বদিকোনাস্হ প্রগতি উচ্চ বিদ্যালয়ে জরুরি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।শখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ, সাইফুল ইসলাম রানা, অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব মাহমুদ হোসেন, আাশীষ কুমার পাল,মো. আব্বাস আলী, মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক মো আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আল মেহেদী তালুকদার, মহিলা সম্পাদক সাজিয়া খানম, সদস্য সাখাওয়াত হোসেন, নাজিম উদ্দীন, সুয়েব আহমদ।
সভায় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি স্কুলের বৈষম্য নিরসনের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবী জানান। তারা আসন্ন ঈদে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানসহ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রদানের দাবী জানান।
Related News
দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না : রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমেরRead More
জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেRead More
Comments are Closed