রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৩

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. ইয়াসিন মিয়া (২৫)। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
রাতে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইয়াসিন মিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত ৮টার দিকে তিনি মারা যান।’
গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বুধবার (৮ মার্চ) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা গেছেন। বাকি আটজন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজন আইসিইউতে।
Related News

লিবিয়া থেকে ফিরল আটক ১৪৩ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ার বাজধানী ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলRead More

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন পিটার হাস
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে সস্ত্রীক ঢাকায় ফিরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিRead More
Comments are Closed