Main Menu

সেবা খাতে দুর্নীতি-সরকারি ভবনগুলোতে অব্যবস্থাপনা দূর করার দাবী

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব এক বিবৃতিতে বলেন, সম্প্রতি টিআইবি’র এক প্রতিবেদনে সেবা খাতে দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে এসেছে। সরকারি সেবাখাতে ৭১ শতাংশ পরিবার দুর্নীতির শিকার। ২০২০ সালের ডিসেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ১২ মাসে দেশে ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৮৩০ কোটি টাকা। এর মধ্যে সর্বধিক দিয়ে শীর্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, বিচারিক সেবা, স্বাস্থ্য সেবা, স্থানীয় সরকার, ভূমি সেবায়াও দুর্নীতির মাত্রা বেশি উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২৬ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কেউ ‘মৃত’, কেউবা ‘বিদেশে’ তাদের নামে বেতন তিতাসে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তিতাস কোম্পানীর বিরুদ্ধে এটাই প্রথম নয়।

একই তারিখে আরেকটি খবরে প্রকাশ, পড়ে আছে ১৬ কোটি টাকার হল। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন মেসে থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন।

১৫ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘ওসির ঘুষের টাকায় কোটিপতি স্ত্রী’। চট্টগ্রামে ৬ তলা বাড়ি, কক্সবাজারে প্লট সহ দুটি বাসের মালিক। চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক, লোহাগাড়া ও সন্ধীপ থানার সাবেক ওসি মোঃ শাহজাহান। আরেকটি খবরে প্রকাশ বিপুল ব্যয়ে সুংমিং পুল বেহাল, পুল আছে, সাতার নেই।

২৫ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত মানিলন্ডারিংয়ে ১১ ই-কমার্স প্রতিষ্ঠান, পাচার ৭২৬ কোটি টাকা। দিনাজপুর শিক্ষা বোর্ডের ৬টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে কেন্দ্রের সচিব সহ ১০/১৫ জনকে মামলার আসামী করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো’র শেষ পৃষ্ঠায় খবরে প্রকাশ ব্যয় ৪৬ কোটি টাকা, খালি ১৫ বছর। নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলে, ২০০৬ সালে নির্মাণ করা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ভবন এখন খালি পড়ে আছে।

২৪ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময়ে প্রকাশিত কুমিল্লার মেঘনা উপজেলার মাইনকার চর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রেন্ট¬-কার কেনা-বেচার ব্যবসার নামে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদের প্রকাশ তিনি এখন প্রতারণার চেয়ারম্যান।

১৮ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ৫০৪ কোটি টাকার হল কাজে আসছে না। দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার আজিজুল হক কলেজের জন্য ২০১৮ সালে নবনির্মিত ১০০ আসনের ছাত্রী হল এখনো চালু হয়নি। অথচ এই হলগুলোতে সংসার পেতেছেন কর্মচারীরা। অন্যদিকে কলেজের ছাত্রীদেরকে প্রতি মাসে ৪-৫ হাজার টাকা আবাসিক খরচ বহন করতে হচ্ছে।

দেশ প্রেমিক জনগণের জিজ্ঞাসা? এ ধরনের দুর্নীতি, নৈরাজ্য ও বে-ইনসাফি, অব্যবস্থাপনার বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খুবই নিন্দনিয় ও ন্যাক্কারজনক।

সরকারের দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স খুবই দুর্বল হয়ে পড়েছে। কোন যৌক্তিক কারণ ছাড়া বছরের পর বছর ধরে অবহেলা, অযত্ন, তালাবদ্ধ অবস্থায় ও প্রশাসনের ব্যর্থতা কোন ভাবে মেনে নেয়া যায় না। সচেতন দেশবাসীর প্রাণের দাবী, জনগণের দাবী, অনতিবিলম্বে গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদগুলো আমলে নিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতঃ সমস্যার সমাধান, দুর্নীতিবাজ ব্যক্তিদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান নেতৃবৃন্দ। অন্যথায় অন্ধ হলেই প্রলয় বন্ধ হবে না।
সংবাদটি মন্ত্রী পরিষদের সচিব ও দুদক চেয়ারম্যান এর ইমেলে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed