Main Menu

বন্ধ হচ্ছে গুগল প্লাস বন্ধ হচ্ছে গুগল প্লাস

বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধ হতে চলেছে গুগল প্লাস সেবা। গ্রাহকের তথ্য চুরির ঘটনায় এই সেবা বন্ধের ঘোষণা দিয়েছে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল।

চলতি বছর বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের মার্চে বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয় গুগল। এ সময় গুগল প্লাস ব্যবহারকারী প্রায় ৫ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। যদিও হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর সে সময় তা অস্বীকার করেছিল গুগল।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হ্যাকিংয়ের পর চারশো’র বেশি অ্যাপসে ব্যবহার করা হয় গ্রাহকদের চুরি করা তথ্য। অবশেষে তদন্ত এবং যাচাই বাছাইয়ের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে সেবা বন্ধের ঘোষণা এলো গুগল প্লাসের তরফ থেকে।

Share





Related News

Comments are Closed