Main Menu

সিলেটে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আরিফ গ্রেপ্তার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর থেকে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। অভিযানে ব্যবহৃত একটি নীল রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়।

Manual4 Ad Code

শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আরিফ মিয়া (৪২) নরসিংদী সদর থানার কাউরিয়াপাড়ার মৃত তাহের মিয়ার ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, র‌্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি চৌকস আভিযানিক দল সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে কোম্পানীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি নীল রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ঘটনাস্থলেই আটক করে। তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পেছনের ডালায় দুটি পৃথক সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার মধ্যে একটিতে ছিল ২৫০ বোতল এবং অন্যটিতে ২৪৮ বোতল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আরিফ মিয়া স্বীকার করে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ও জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং থাকবে।’

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code