Main Menu

৭ দফা দাবিতে সিলেটে জাগপা’র মিছিল ও সমাবেশ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ) বিকেলে সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

Manual2 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন।

Manual5 Ad Code

জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহানগর জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আলী আহমদ, সাগর আহমদ, রিপন আহমদ, শ্যামল আহমদ, কাউছার আহমদ, সাহেল আহমদ, সুমন আহমদ, মিজানুর রহমান, আব্দুল বাছিত, জুুনেদ আহমেদ, ইয়াছিন আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করেন।

Manual2 Ad Code

দাবিগুলো হলো: ১. জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এবং তার আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
২. ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করতে হবে।
৩. পিলখানা, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই গণহত্যাসহ সব নির্যাতনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।
৪. ভারতের সঙ্গে আওয়ামী লীগের গোপনে করা অসম চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ ও তা বাতিল করতে হবে।
৫. আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করতে হবে।
৬. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৭. ভারতের প্রভাবমুক্ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্রগ্রাম অশান্ত এবং কুরআন অবমাননার মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিমের দাঙ্গা সৃষ্টির হিন্দুস্থানী ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদী ভারতীয় সকল চক্রান্ত ধূলিস্যাৎ করে দিবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code