হবিগঞ্জে নিখোঁজের ৩ পর যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরে একটি পুকুর থেকে নিখোঁজের তিন দিন পর আবিদুর রহমান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির লোকজন তাদের পুকুরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবিদুর পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অন্যদিকে নিহতের পরিবার অভিযোগ করে বলছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আবিদুরকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Related News
নবীগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে খুন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদেRead More
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-লস্করপুর রেলসেকশনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েRead More



Comments are Closed