সিলেট-সুনামগঞ্জ সড়কের দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বুধবার ৩ সেপ্টেম্বর থেকে শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ছাতকের গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গড়ে উঠা কয়েক শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে এবং জাউায়া বাজারে গড়ে উঠা এসব স্থাপনা বোল ড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা।এসময় থানা পুলিশ,হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন মোঃ রেজাউল করিম,জয়কলস হাইওয়ে থানায় ইনচার্জ সুমন কুমার চৌধুরী,ছাতক থানার এস আই আক্তারুজ্জামান সহ ছাতক থানা ও হাইওয়ে থানার বিপুল পরিমান পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Related News
সুনামগঞ্জে হাফ ম্যারাথন, ২১ কিলোমিটার দৌড়ে সেরা ৫৫ বছর বয়সী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আমি নিয়মিত দৌড়াই, এ জন্যই সুস্থ আছি। দৌড়ালে ওষুধRead More
ছাতকে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
Manual4 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল আলোচিত ব্যবসায়ী জিয়াউর রহমান হত্যা মামলার রহস্যRead More



Comments are Closed