Main Menu

ওসমানীনগরে স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে স্ত্রীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যা করেন তিন সন্তানের জননী তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধু।

শনিবার (১৪ জুন) রাতে বিষপানের পর রোববার (১৫ জুন) ভোরে হাসাপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি বকসুতা গ্রামের কোখন মিয়ার স্ত্রী।

জানা যায়, কাজের সুবাদে গত ৬ মাস যাবৎ ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামের রইছ উল্যার বাড়ির কলোনিতে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী বসবাস করে আসছিলেন। শনিবার সন্ধায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ছারপোঁকা নিধনের বিষ পান করেন তাসলিমা বেগম।

রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রোববার ভোরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওসমানীনগর থানা পুলিশ। পরে হাসপাতাল মর্গে মরদেহ ময়না তদন্ত শেষে পরিববারের কাছে হস্তান্তর করা হয়।

তাসলিমার আত্মীয় আজিজুল ইসলাম বলেন, স্বামীর সাথে ঝগড়া করে বিষ পান করে রোববার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি।

ওসমানীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed