Main Menu

গোয়াইনঘাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নাজিম উদ্দীন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী লায়েক কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাজিম উদ্দীন (২৫) উপজেলার মানাউরা গ্রামের মৃত ফাত্তাহ মিয়ার ছেলে। গুরুতর আহত চিকিৎসাধীন লায়েক (২৩) একই গ্রামের জায়েদ মিয়ার ছেলে।

রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের গোয়াইনঘাট টু বঙ্গবীর সড়কে সতী গ্রামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের লেংগুড়া ইউনিয়নে সতী এলাকার অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এ ঘটনায় নাজিম উদ্দীন ও লায়েক কে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত লায়েককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই তরিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত নাজিম উদ্দীন ও লায়েক পেশায় দুজনেই সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তারা সকালে একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে গোয়াইনঘাটে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছে। ওপর একজন চিকিৎসাধীন। ঘটনার মূল রহস্য উদঘাটনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed