সিলেটে দু’জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। সিলেটেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত জানা গেছে, আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর এবং তাকে রাখা হয়েছে আইসিইউতে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী এবং অপরজন পুরুষ। পুরুষ রোগীর বয়স ৮০ বছর এবং তার অবস্থা সবচেয়ে খারাপ। তাদের একজন গত শুক্রবার এবং অপরজন রোববার (১৫ জুন) হাসপাতালে ভর্তি হন।
সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের একজন সুনামগঞ্জের এবং অপরজন সিলেট নগরীর বাসিন্দা। তবে সিলেটের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং মাস্ক পরা নিশ্চিত করুন। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।”
Related News

শাবিতে শুরু হলো অন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অত্র বিভাগেরRead More

হেফাজতে ইসলামের ১৮৮ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন- সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারRead More
Comments are Closed