কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান জানান, সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সৈকতে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন, তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যু বরণ করেন।
নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
Related News

কক্সবাজার সমুদ্র উপকূলে ১৬ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।Read More

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯Read More
Comments are Closed