ঈদের দিন বিকেলে পর্যটকে মুখর সিলেটের চা বাগান

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের চা বাগানে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সিলেটের চা বাগানগুলোতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ঈদের দিন বিকাল থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
উঁচু-নিচু টিলাবেষ্টিত চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে শনিবার (৭ জুন) বিকেল থেকে লাক্কাতুরা চা বাগানে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। সন্ধ্যা নামার আগেই প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় পুরো চা বাগান এলাকা।
লাক্কাতুড়া চা বাগান সিলেট নগরীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, উঁচু-নিচু পাহাড়ি পথ, আর চায়ের সবুজ গালিচায় মোড়ানো এই বাগান শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তির স্থান হিসেবে নগরবাসীর কাছে পরিচিত। সারাবছরই এখানে দর্শনার্থীদের ভিড় থাকে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের চাপ আরও বেড়ে যায়।
সবুজে ঘেরা পাহাড় আর সারি সারি চা গাছের মাঝে সময় কাটিয়ে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলেছেন দর্শনার্থীরা। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের আড্ডায় মুখর ছিল পুরো এলাকা। অনেকেই সেলফি ও গ্রুপ ছবি তুলে এই স্মৃতি ধরে রাখেন ক্যামেরায়। ঈদের ছুটিকে ঘিরে এসব এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তা ও যানবাহনের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি ব্যবস্থা।
চা বাগানে বেড়াতে আসা পর্যটকরা বলেন, “চা বাগানের মনোরম পরিবেশে ঈদের বিকেল কাটানো সত্যিই অন্যরকম অনুভূতি। শিশুরাও অনেক আনন্দ করছে। সবুজ বন ও বাগান দেখে মুগ্ধ হয়েছেন তারা। এখানে এসে ঈদের আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে গেছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ঈদের সময় পর্যটকদের আগমনে বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন খাতে এসেছে চাঙ্গাভাব। চা বাগান এলাকার ছোট দোকানগুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে চা বাগান এলাকায় পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, ট্রাফিক বিভাগ ও স্বেচ্ছাসেবকরা সমন্বয়ে কাজ করছে যাতে পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন হয়।
Related News

বিশ্ব শিশুশ্রম দিবসে আকবেটের মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: আমরা চাই শিশুশ্রম বাংলাদেশে থেকে নিম‚ল হোক। প্রতিটি শিশু যেন স্বাভাবিকভাবে বেড়েRead More

ঈদের ছুটিতে সিলেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়ীতে অবস্থানকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাসকারীRead More
Comments are Closed