বড়লেখায় মোটরসাইকেল-কার সংঘর্ষে বড় ভাই নিহত, ছোট ভাই আহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোটভাই রুমন আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কারের চালক পালিয়ে গেলেও কারটি জব্দ করেছে পুলিশ।
নিহত সুমন ও আহত রুমন বড়লেখা পৌর শহরের মহুবন্দ এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুনেছি, তারা পরস্পরের আপন ভাই। দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।
Related News

মৌলভীবাজারে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয়Read More

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথেRead More
Comments are Closed