বাংলাদেশ, ভারতসহ ১৪ দেশকে ভিসা দেবে না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বাংলাদেশ, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে।
তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।
তবে হজের আবহে বাংলাদেশসহ ওই ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করেছে সৌদি আরব।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেয়া স্থগিত রাখা হয়েছে।
ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআইয়ের সূত্রে শনিবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে বাসস।
বাংলাদেশ, ভারত ছাড়াও এ তালিকায় রয়েছে পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া ও তুরস্ক। সাধারণত ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান।
কিন্তু হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনে সৌদি আরব জানিয়েছিল, দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।
অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ ওই ১৪টি দেশের নাগরিক।
ভিসার মেয়াদ হবে ৩০ দিন। অভিযোগ রয়েছে, এতদিন ওই ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। ফলে সেখানে ভিড় বাড়ত।
এবার তা বন্ধ করার জন্য নতুন এ ব্যবস্থা চালু হয়েছে।
Related News

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশিRead More

ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানীসহ সেনাপ্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে চালানো ইসরায়েলি হামলায় দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদRead More
Comments are Closed