বিশ্বনাথে দুই দিনে ৬টি ট্রান্সফরমার চুরি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির একাধিক ঘটনা ঘটেছে। গেল দুই দিনে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে ৬টি ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের গোমরাগুল গ্রামের কওছর মিয়ার রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চুরেরা। এর আগের রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে আরো তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এছাড়া ১৩ই মে খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর গ্রামের এক কৃষকের ৩ টি গরু চুরি হয়েছে।
ঈদকে সামনে রেখে গরু চুরি ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। সচেতন মহলের দাবী আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধের মাত্রা বেড়েছে। পুলিশের টহল জোরদার না করলে এর নাগাল টানা যাবে না।
বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ ফয়েজ উল্লাহ জানান, ২ রাতে ৬ টি ট্রান্সফরমার চুরির ঘটনা দুঃখজনক ও উদ্বেগের বিষয়। চুরি ঠেকাতে গ্রাহকদের সচেতন হতে হবে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, ট্রান্সফরমার চুরির একটি বিষয়ে (দৌলতপুর) অভিযোগ পেয়েছি। গরু চুরি ও খাজাঞ্চিতে ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। চুরি ঠেকাতে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।
Related News

নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না : জ্বলানী উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নতুন করে আর গৃহস্থালিতে গ্যাসসংযোগRead More

জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্যাস কুপ-১ এর কার্যক্রম অন্যত্র হস্তান্তর বন্ধকরণ এবং আবাসিকRead More
Comments are Closed