Main Menu

কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরও সাতজন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ মে ধার্য করেছেন আদালতের বিচারক।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিচারক স্বপন কুমার সরকারের আদালতে এসব সাক্ষ্যগ্রহণ করা হয়। এর মধ্যে কিবরিয়া হত্যা মামলায় পাঁচজন এবং সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় দুইজন সাক্ষ্য দেন।

কিবরিয়া হত্যা মামলায় আরজদ আলী, ফরিদ মিয়া, মর্তুজ আলী, খায়ের আলী ও আবুল হোসেন এবং সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় প্রণবীর রায় ও পরীক্ষিত বৈষ্ণব সাক্ষ্য দিয়েছেন।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় দুজন ও কিবরিয়া হত্যা মামলায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ মে ধার্য করেছেন আদালতের বিচারক।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সবেক অর্থমন্ত্রী কিবরিয়া। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ভাতিজা এবং আরও তিনজন নিহত হন।

পরে এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। তদন্তে ধাপে ধাপে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়। মামলায় ১৭১ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৭১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

অন্যদিকে, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে এক রাজনৈতিক সভায় গ্রেনেড হামলার শিকার হন সুরঞ্জিত সেনগুপ্ত। এ ঘটনায় যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। মামলায় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আরিফুল হকসহ ১০ জনের বিরুদ্ধে ২০২০ সালে অভিযোগ গঠন করা হয়। ১২৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৫৮ জন সাক্ষ্য দিয়েছেন।

Share





Related News

Comments are Closed