Main Menu

মধ্যপ্রাচ্যে কুলাউড়ার ৩ প্রবাসীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনই জয়চন্ডী ইউনিয়নের। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রীর কাজ করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের আব্দুল মতিন মতু মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোববার বিকেলে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর (লামাগাও) গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিলো।

এছাড়াও সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো: মতিউর রহমান (৬২) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো: মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাযার পর সেখানেই দাফন করা হবে।

জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়গুলো নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed