শাবিপ্রবিতে চলছে চাকরি মেলা

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার (আইপিই) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষ্যে দুইদিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে বিভাগটি। এতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে পছন্দের কোম্পানিতে চাকরির সুযোগ।
আইপিই বিভাগের তিন দশক পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ৭ ফেব্রুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও বাস্কেটবল গ্রাউন্ডের সামনে চাকরি প্রত্যাশীদের কাছে থেকে সিভি সংগ্রহ করছে দেশের শীর্ষ স্থানীয় কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ, আরএফএল, এসএমএল, অ্যাভেরি ড্যানিসন, প্রাণসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো। এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, নন-ইঞ্জিনিয়ারিংসহ সকল বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকছে। ৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল পর্যন্ত চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারবেন।
এ বিষয়ে আইপি বিভাগের প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, ‘কোনো ধরনের আবেদন জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সরাসরি সিভি জমা দিতে পারবেন। এটা একটা বড় সুযোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ ও যোগ্যতাসম্পন্ন গ্রেজুয়েট শিক্ষার্থী রয়েছেন, যারা সহজেই সিভি জমা দিয়ে পছন্দের কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন। বিশ্বজুড়ে শিল্প বিপ্লবকে সফল করতে আমাদের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
Related News

শাবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
শাবি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিরRead More

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেড’র মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে বীর চট্টলার কৃতী সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কRead More
Comments are Closed