সিলেটে জেঁকে বসেছে তীব্র শীত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা।
বুধবার (২২ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলেনি সারাদিন। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিন পরিস্থিতি একই থাকতে পারে। তবে দিনের বেলায় কুয়াশা কমার সম্ভাবনা থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকবে।
সোমবার মধ্যরাত থেকে সিলেটে কুয়াশা বাড়তে শুরু করে। বুধবার সারাদিন ছিল হালকা কুয়াশার দাপট। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো জেলা। কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে কুয়াশা আরও বেড়ে যায়। ঘন কুয়াশার মধ্যে হিমেল বাতাসে শীত তীব্র হয়েছে। মিলছে না রোদের দেখা।
তীব্র শীত ও ঘন কুয়াশায় সড়কে মানুষের চলাচল কমে যেতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর হতে বের হতে দেখা যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আবহাওয়ার অবস্থা আরও তিন-চারদিন অপরিবর্তিত থাকবে। তবে কুয়াশা কম-বেশি হতে পারে।
তিনি আরও বলেন, জানুয়ারি মাসের এই সময়ে শীতের তীব্রতা থাকে। কুয়াশার আধিক্যও থাকে। তবে সিলেটে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই।
Related News
ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এRead More
সিলেটের আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মুরুব্বি আলেম ও ঐতিহ্যবাহী দারুস সালাম লাফনাউট মাদ্রাসারRead More



Comments are Closed