Main Menu

জৈন্তাপুরে পাথরবাহী ট্রাকে মিললো ১৮৪ বস্তা ভারতীয় চিনি, আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাক হতে ১৮৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে পাথরবাহী ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) এ তল্লাশি চালিয়ে পাথরচাপা দিয়ে কৌশলে লুকিয়ে রাখা ১৮৪ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকচালক ও তার সহকারি দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬), মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)। আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ ১৪ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাচালানের চিনি অটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দুইজন সহ পলাতক একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed