Main Menu

সিলেটে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন বিক্ষুব্ধ গ্রাহকরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়েছেন গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখায় বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন এমাউন্টের টাকার চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য ব্যাংক থেকে দেয়া হচ্ছিলো ৫-১০ হাজার টাকা। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে বুধবার দুপুরে শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখার গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিতে আসলে ঠিকই জমা নিচ্ছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে আসলে ৩ হাজার টাকার উপরে দিচ্ছে না। অথচ জমা ও লোন তারা ঠিকই নিচ্ছে বা দিচ্ছে। আমাদের টাকা আমাদের দিবে। আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা না দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি।

ইফজালুর রহমান ইফজাল বলেন, আমি অসুস্থ। আমি ভারতে যাবো চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার ৩ হাজার টাকার উপরে দিচ্ছে না। সে বলে ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম। অথচ ব্যাংকে আমার লাখ লাখ টাকা রাখা।

ব্যাংকের অন্যান্য গ্রাহকরা জানান, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখায় বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন অ্যামাউন্টের চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য গেলে তাদের দেওয়া হচ্ছে ৫-১০ হাজার টাকা। কারণ জানতে চাইলে বলা হচ্ছে, ব্যাংকে টাকার সংকট রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলানো হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সাব্বির হাসান জানান, গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত টাকা নেই। এ জন্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আশা করি দ্রুত এই অবস্থার সমাধান হবে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকদের বুঝিয়ে গেটের তালা খোলা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের এমডির সাথে কথা হয়েছে। তিনি টাকা পাঠানোর আশ্বাস দিয়েছেন।

 

 

Share





Related News

Comments are Closed