গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলায় সংবাদকর্মী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রিপোর্টার্স ক্লাবের সদস্য রহিম উদ্দিন। তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোয়াইনঘাটের রাধানগর সড়কে।
আহত রহিম উদ্দিন জানান, দুদিন পূর্বে প্রতাপপুর বিজিবি সদস্যরা বড় অঙ্কের চোরাচালান পণ্য আটক করে। আর এজন্য লেখালেখি ও বিজিবির সোর্স হিসাবে রহিমকে সন্দেহ করে ঐ চক্র পরিকল্পনা করে প্রাণে মারার। সোমবার রাত অনুমান ১১ টায় তিনি গোয়াইনঘাট থেকে বাড়ি যাবার পথে রাধানগর সড়কের অলিম্পিক ইটখলার সামনে গেলে দেশীয় অস্ত্র হাতে তোফায়েল, ফয়জুল, কামরুল, খায়রুল আমিনুল গং তার মোটর সাইকেল থামাতে বলে। রহিম উদ্দিন না থামলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে চলন্ত মোটর সাইকেলে তার রেইনকোটে ধরে টেনে হেঁচড়ে ব্রীজের অপর প্রান্তে নিয়ে যায়। তারা তার মোটর সাইকেল ভাংচুর, মোবাইল ও নগদ টাকা নিয়ে তাকে শুইয়ে দেয় জবাই করার জন্য। এ সময় গোয়াইনমুখী যানবাহন আসতে দেখে ওরা পালিয়ে যায়। রহিম উদ্দিনকে লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আরএমও ডাঃ সারোয়ার বলেন, তাকে অবজারভেশনে রাখা হয়েছে, সুস্থ হতে সময়ের প্রয়োজন।
রহিম উদ্দিন বলেন তিনি এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Related News
জৈন্তাপুরে পাত্র সম্প্রদায়ের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, মানব সেবাইRead More
গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস লাইন ও স্থানীয়দের চাকুরীর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: তেল, গ্যাস সমৃদ্ধ সিলেটের গোলাপগঞ্জ উপজেলাবাসীর ন্যায্য দাবি-দাওয়া মেনে নিতে প্রধান উপদেষ্টাRead More
Comments are Closed