৭দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো সিলেটের সব পর্যটন কেন্দ্র
বৈশাখী নিনউজ ডেস্ক: সাতদিন পর খুলে দেয়া হলো সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। শুক্রবার (৭ জুন) থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
সিলেটের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- গোয়াইনঘাটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা, কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং জৈন্তাপুরের লালাখাল ও ডিবির হাওর।
বৃহস্পতিবার (৬ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদাপাথর পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়।
এতে নির্দেশনামা না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও উল্লেখ করা হয়।
শর্তগুলো হলো- সকল নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে, পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না, ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হলো, পর্যটকগণ নৌকায় উঠে হই-হুল্লোড় করবেন না, নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, মাঝিগণ পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন ও আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে বন্ধ করা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। বিশেষ করে নৌকাতে পর্যটকদের লাইফ জ্যাকেট থাকতে হবে।
এর আগে গত ৩০ মে বৃহস্পতিবার অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাদা পাথর পর্যটনসহ জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।
Related News
জৈন্তাপুরের শাপলার রাজ্য ডিবির হাওরে মুগ্ধ পর্যটকরা
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্য ডিবিরRead More
ঘরে বসেই মিলবে থাইল্যান্ডের ভিসা!
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের প্রথম থেকে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।Read More
Comments are Closed