সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ১৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা এবং ১৫ জুন আরাফাতের দিন হবে।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সৌদি আরবের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আল হারিতে একজন চাঁদ দেখতে পেয়েছেন। তাই ৬ জুন বৃহস্পতিবার জিলহজ মাসের শেষ দিন এবং ৭ জুন শুক্রবার জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ ঈদুল আজহার প্রথম দিন হবে ১৬ জুন রোববার (জিলহজ ১০)।
ঈদের একদিন আগে চিহ্নিত এবং ইসলামের পবিত্রতম দিন হিসেবে পরিচিত আরাফার দিনটি ১৫ জুন শনিবার পড়বে (৯ জিলহজহ)।
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ইসলামিক দেশগুলোর জন্য, এই ঈদটি সবচেয়ে প্রত্যাশিত ধর্মীয় ছুটির মধ্যে একটি, বেশির ভাগ কর্মচারীদের দীর্ঘ সাপ্তাহিক ছুটির অনুমতি দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা আরাফাহ দিবসে (জিলহজ ৯) একদিন এবং ঈদুল আজহায় (জিলহজ ১০ থেকে ১২ তারিখ) তিন দিনের ছুটি পাবেন।
ঈদ আল আজহা, যা ত্যাগের উৎসব নামেও পরিচিত, বিশেষ প্রার্থনা দ্বারা চিহ্নিত করা হয়। মুসলমানরা হজরত ইব্রাহিম (আ.) ঈমানের পরীক্ষার স্মরণে সাধারণত ছাগল, ভেড়া, গরু বা উট জবাই করে।
Related News

ইস্তাম্বুলে এক ঘন্টায় তিনবার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তান্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যেRead More

ভারতের জম্মু-কাশ্মীরে বন্দুক হামলা, ২৬ পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেনRead More
Comments are Closed