সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ম প্যানেল মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান।
গত রবিবার (২৬ মে) আনুষ্ঠানিক ভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ২৫ মে শনিবার ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরানের কাছে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ব্যক্তিগত সফরে শনিবার যুক্তরাজ্যের উদ্দ্যেশে যাত্র করবো এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান নগরবাসীর সেবায় নিযুক্ত হবেন।
ইতিমধ্যে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মখলিছুর রহমান কামরান দায়িত্ব পালন করছেন এবং সিসিকের বিভিন্ন সভায় সভাপত্বি করেন তিনি। এছাড়াও গত রবিবার হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ওরস মোবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩টি গরু হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় সিসিক’র প্রথম সভায় পঞ্চম পরিষদের ১ম প্যানেল মেয়র নির্বাচিত হন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময়ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি
Related News

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল)Read More

৬ দফা দাবিতে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেRead More
Comments are Closed