দলীয় নির্দেশনা অমান্য করায় জকিগঞ্জের ৩ যুবদল নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলা যুবদলের ৩ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল।
শোকজ প্রাপ্তরা হলেন-জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মেম্বার, সদস্য আবুল হোসেন, সামাদুর রেজা চৌধুরী।
সোমবার (২৭ মে) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৭২ ঘন্টার মধ্যে লিখিত জবাব সহ স্বশরীরে সিলেট জেলা যুবদলের সভাপতি/সম্পাদকের নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যতায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিশে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অথচ দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার দায়ে অভিযুক্ত হন যুবদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed