Main Menu

দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু বৃহস্পতিবার

জাকারিয়া হোসেন জোসেফ : বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৪’।

শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় থাকছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

শাহ আব্দুল করিম পরিষদ ও উজানধল গ্রামবাসীর আয়োজনে তাঁর জন্মভিটার পাশেই উজানধল গ্রামের মাঠে বৃহস্পতিবার বিকেল থেকে দুই দিনব্যাপী ‘শাহ আব্দুল করিম লোক উৎসব’ শুরু হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের এই লোক উৎসব হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় এই উৎসবের উদ্বোধন করা হবে।

উৎসবে যোগ দিতে বিভিন্ন অঞ্চল থেকে শাহ আব্দুল করিমের ভক্ত-শিষ্যরা ইতোমধ্যে চলে এসেছেন। দুই দিনের উৎসবে অতিথি হিসেবে শিল্পী অনেকেই শাহ আব্দুল করিমের গান পরিবেশন করবেন।

শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি শাহ্ নুর জালাল জানান, এলাকাবাসীকে নিয়ে প্রতি বছরের মতো এবারও দুই দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে শাহ আব্দুল করিমের ভক্ত-অনুরাগীরা চলে এসেছেন। এবারের উৎসবে পৃষ্ঠপোষকতা করছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Share





Related News

Comments are Closed