Main Menu

ডোমারে টিকিট কালোবাজারির এক সদস্য আটক

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট সহ নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন থেকে মতিবুল ইসলাম মতি (৪০) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে ডোমার রেলওয়ে স্টেশন এলাকা থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের ৫টি টিকিট ও ১টি মোবাইল সহ তাকে আটক করা হয়।

আটককৃত মতিবুল ইসলাম মতি (৪০) ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ শাফিউর রহমান স্বাধীন। তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের অভিযানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি টিকিট সহ তাকে আটক করা হয়।

এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, টিকিট কালোবাজারির এক সদস্যকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিট ও ১টি মোবাইল সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রজু হয়েছে। আসামীকে বৃস্পতিবার আদালতে পাঠানো হবে। টিকিট কালোবাজারিদের ধরতে এই অভিজান অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed