তেঁতুলিয়ার রাজসিক ফুল টিউলিপ দেখতে দর্শনার্থীদের ভিড়

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অসাধারণ ও সুশোভিত ফুল টিউলিপ। বিদেশি এ ফুল একনজর দেখতে বাগানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।তিন বছর ধরে তেঁতুলিয়ায় বিদেশি এ ফুল এ এলাকায় পর্যটকদের নজর কেড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় ফুটেছে রাজসিক ভিনদেশি বাহারী রংয়ের টিউলিপ।
টিউলিপের চারা (বøাব) চলতি সালের জানুয়ারি মাসের ১০ তারিখে জেলার সীমান্ত ঘেঁষাগ্রাম দর্জিপাড়ায় রোপণ করা হয়।পরবর্তী ২০-২৫ দিনের মধ্যে চারা গজিয়ে কয়েক সারিতে ফুল ছড়িয়ে সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ। এবার ১৯ প্রজাতির টিউলিপের মধ্যে রয়েছে অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলাছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিকভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদালাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)।
এবার দেরিতে টিউলিপ লাগানো হলেও আগামী দুই-তিনমাস স্থায়ী হবে জানান চাষীরা। এছাড়া চলতি ফেব্রুয়ারি এবং আগামী মার্চ মাস জুড়ে এখানকার আচার-অনুষ্ঠান, জাতীয় দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে ফুল প্রেমিদের বাহারি টিউলিপ মুগ্ধ করবে।
টিউলিপ চাষী নারী উদ্যোক্তারা জানান, টিউলিপ ফুল দেখতে প্রচুর পর্যটকের সমাগম শুরু হয়েছে। যদিও এ বছর সবগুলো গাছে এখনো ফুল আসেনি, ফুল ফুটতে শুরু করেছে। তাদের আশাগত দুই বছরের মতো এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও হাসিতে পর্যটকদের মনে দোলা দিবে।
গত শনিবার রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আসা পর্যটকরা তেঁতুলিয়া পিকনিকে এসে বলেন,যখনই শুনেছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের চাষ হচ্ছে। তখন থেকেই টিউলিপ দেখার ইচ্ছা ছিল। বাগানে এসে ভিনদেশি টিউলিপ দেখে খুব ভাল লাগছে। আমরা টিউলিপ দেখতে ছুটে এসেছি ,এখানে এসে সত্যিই খুব মুগ্ধ হয়েছি। এমন সৌন্দর্য্য মুগ্ধতার কথা জানান বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা।
ফুলের বাণিজ্যিক চাষাবাদ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। জানা যায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক সহযোগিতায় তৃতীয়বারের মতো বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র উদ্যোগে দর্জিপাড়ায় ১৬ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এ বছর ২৫ হাজার বøাব (বীজ) দিয়ে টিউলিপ চাষ করা হচ্ছে। পঞ্চগড় অঞ্চলের আবহাওয়া টিউলিপ চাষের উপযোগী হওয়ায় তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রামে ১৯ প্রজাতির বিদেশি টিউলিপ ফুলের চাষ হচ্ছে।
Related News

পঞ্চগড়ে নববর্ষে শিশু-কিশোরদের ঘুড়ি উৎসব
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসবRead More

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক মানববন্ধনে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিতRead More
Comments are Closed